শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

গজারিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংযর্ষ ৬জন গুলিবিদ্ধসহ আহত ১০

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৬ সমর্থক গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহি আলম। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন খোকনের প্রতীকের নির্বাচনী প্রচারে বের হন। তাঁরা শিমুলিয়া গ্রামে পৌঁছালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক জিতু রাঢ়ীর মোটরসাইকেল মার্কা কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের হালিম কাজী(৫৮),আয়নাল হক ঢালী(৬৭), ইয়াসিন(২৭), রানা(২৫) ও বিল্লাল(৩৫), রেজাউল(১৮) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় আবুল শিকদার ও গোলাম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সায়রা খাতুনকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com