গাইবান্ধায় অসহায় ছিন্নমূল ভাসমান শীর্তার্ত মানুষদের মাঝে রাতের আধারে শীত বস্ত্র বিতরন করলেন গাইবান্ধা জেলা মানবিক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে বুধবার রাতে গাইবান্ধা শহরের ষ্টেশন সংলগ্ন রেল কলোনি, সরকারি খাসজমি, পুরাতন প্লাট ফরম সহ বিভিন্ন স্থানে ২শ এর অধিক অসহায় দুস্থ ছিন্নমূল ভাসমান শীর্তার্ত মানুষদেরকে রাতের আধারে খুজে বের করে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করে মানবিকতা প্রকাশ করেন পুলিশ সুপার। পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন- গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চল তথা গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তারা যাতে কষ্ট না পায় সে জন্য জেলা পুলিশের উদ্যোগে সামাজিক দায় বদ্ধতার অংশ হিসেবে ছিন্নমূল ভাসমান মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরন করলাম। সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদেরকে কাজে এগিয়ে আসা উচিৎ। পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি আমরা এ কাজগুলো করে থাকি। গাইবান্ধার ৭ উপজেলার রেললাইন, সরকারি খাসজমি, যেখানেই ছিন্নমূল ভাসমান মানুষ থাকবে সেখানেই জেলা পুলিশের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন করা হবে।এটা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সহকারী পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েচ মোহাম্মদ ইলিয়াস জিকু, জেলা ডিবি অফিসার ইনচার্জ তৌহিদ জামান, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নূর আলম সিদ্দিক, ডিবির এস,আই দিবাকর অধিকারি, এস,এ টিভির প্রতিনিধি কায়সার প্লাবন, বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক ও দৈনিক নতুন জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, বৈশাখি টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম, সিএনএন টিভির প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি ফারহান শেখ, দৈনিক মাতৃছায়ার বিশেষ প্রতিনিধি ফয়সাল রহমান জনি, সাপ্তাহিক গন মানুষের খবর পত্রিকার সহকারি সম্পাদক শাহিন, সাংবাদিক মিঠু সহ অনেকে।