জামালপুর জেলায় দৈনিক ইত্তফাক এর প্রকাশনার ৬৯ বছর পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। এ উপলক্ষে গত ২৪ডিসম্বর বিকেল পাঁচটায় শুক্রবার জেলা প্রতিনিধি এস এম এ হালিম দুলাল তিনি জামালপুর প্রসক্লাব মিলনায়তন বর্ষপূতি অনুষ্ঠানর আয়াজন করন। দৈনিক ইত্তফাক এর জামালপুর জলা প্রতিনিধি এস এম এ হালিম দুলাল এর সঞ্চালনায় জামালপুর প্রসক্লাবর সভাপতি, চ্যানল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্ব অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি হিসাব উপস্তি ছিলন জামালপুর থক প্রকাশিত দনিক জামালপুর কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক ও পর ময়র আলহাজ মা.ছানায়ার হাসন ছানু। বিশষ অতিথি হিসাব উপস্তি ছিলন জলা আওয়ামীলীগর যুগ সাধারণ সম্পাদক জিয়া কলেজের অধ্যাপক মা.সুর¤œজ জ্জামান, প্রসক্লাবর সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজর জলা প্রতিনিধি মা. লুৎফর রহমান, জামালপুরর বহুল প্রচারিত পলস্নী কন্ঠ প্রতিদিনর প্রকাশক ও সম্পাদক নূর¤œল হক জঙ্গী। অনুষ্ঠান শুর¤œতই স্বাগতিক বক্তব্য রাখন, দৈনিক ইত্তফাক এর জামালপুর জলা প্রতিনিধি এস এম এ হালিম দুলাল। তিনি ‘দৈনিক ইত্তফাক এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক প্রয়াত তফাজ্জল হাসন মানিক মিয়ার প্রতি স্মতিচারণ কর ১মিনিট নিরাবতা পালন কর তার বিদহী আত্মার প্রতি শাত্মি কামনা করন। বক্তব্য রাখন জামালপুর জলার বিশিষ্ট কালরকন্ঠ এর সাংবাদিক মাস্ফা মনজু, বাংলা ভিশন টিভির সাংবাদিক জাহিদ হাবিব, দনিক সচতন কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বজলুর রহমান, সাবক সাধারণ সম্পাদক, সাংবাদিক মাখলছুর রহমান লিখন, সাংবাদক মাস্ত্মাফিজুর রহমান কাজল, দৈনিক ইত্তফাক মলাদহ সংবাদদাতা শাহ জামাল, সাংবাদিক আইনাল হক কালা চান, প্রসক্লাবর কার্য্যনির্বাহী সদস্য শীলা আহম্মদ, খালা কাগজর জলা প্রতিনিধি মিঠু আহম্মদ প্রমুখ। প্রধান অতিথি ও বিশষ অতিথিগণসহ বক্তরা বলন, সাংবাদিকদর মুক্তিযুদ্ধর চতনায় বিশ্বাসী হয় তফাজ্জল হাসন মানিক মিয়ার ন্যায় দুর্সাহসিক ক্ষুরধার লিখনি লিখত হব। বাংলাদশ স্বাধীনতা স্বাধিকার আদালন থাক শুর¤œ কর স্বাধীন সার্বভম রাষ্ট্র ও জনগণর প্রয়াজন দৈনিক ইত্তফাক ৬৯ বছরও বদলায়নি,তার সফলতা ধর রখছ। তাই,কানা কিছু হারিয় গল খুঁজ পাওয়া যায়। কি বদল গল খুঁজ পাওয়া যায় না। দৈনিক ইত্তফাক তার পূর্বর ধারাবাহিকতা এখনও ধর রখছ। আমরা ইত্তফাকর উত্তর উত্তর সাফল্য ও সমদ্ধি কামনা করছি। অনুষ্ঠান জামালপুর প্রসক্লাবর কর্মকর্তা, বিভিন্ন প্রিট ও ইলক্ট্রনিকস মিডিয়ার জলা প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবগ, সামাজিক সংগঠনর নৃতবৃন্দসহ সুধীজন এ সময় উপস্তি ছিলন।