নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসাগুলোর কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৫ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নূরানী বোর্ডের কার্যালয়ে বোর্ড চেয়ারম্যান আল্লামা ইয়াহিয়ার হাতে কেন্দ্রীয় পরীক্ষার এ ফলাফল তুলে দেন বোর্ড মহাসচিব মুফতি জসীমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মোহাম্মদ আলী। এর পরেই সমাপনী পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়। নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশে’র পরীক্ষা নিয়ন্ত্রক মাওঃ মুহাম্মদ আলী জানান , বোর্ডের অধীনে এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৪ লক্ষ ২৭ হাজার চারশত ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ঘোষিত ফলাফলে পাসের হার ৯৩.৮৫%। নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের অধীনে সারা দেশে মোট ১ হাজার পাঁচশত ৩৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশ গ্রহন করেন ৭হাজার দুইশত ৭০টি মাদরাসা। তিনি আরো জানান, শিক্ষার্থীরা কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল স্ব-স্ব প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনে বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখতে পারবে। ফলাফল হস্তান্তর ও প্রকাশের সময় আরো উপস্থিত ছিলেন বোর্ডের সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী,অর্থ সচিব মাওলানা ইসমাঈল,মাওলানা ওসমান ফয়জী,মাওলানা ইউনুছ, মাওলানা আবুল হাশেম, সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এমদাদুল্লাহ সালাম,প্রশিক্ষণ ও পরিদর্শক মাওলানা নুরুল্লাহ সাইফুল প্রমুখ। এ সময় বোর্ড চেয়ারম্যান আল্লামা ইয়াহিয়া বলেন, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশে’র কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলে আমরা সন্তুষ্ট। সারা দেশে পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতেও নূরানী সনদ পরীক্ষায় অংশগ্রহণকারীরা সাফল্যের এ ধারা অব্যাহত রাখবেন।