বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাট সদর উপজেলা কৃষক লীগের উদ্যেগে ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগীতা সম্পর্ন হয়েছে। গতকাল সকাল থেকে সদর উপজেলার বারইপাড়া ইউনিয়নের সাহেবার স্কুল মাঠে কৃষক লীগের উদ্যেগে ৮ দলীয় গ্রাম বাংলার ঐতিহ্য হা-ডু-ডু প্রতিযোগীতা শুরু হয়। বিকেলে আড়পাড়া ও সাহেবার এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদ আলী মোহনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইজাবুল মোড়লের সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি পৌর সভার প্যানেল মেয়র শেখ আবুল হাশেম শিপন, প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন,জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ডেমা ইউপি চেয়ারম্যান মো: মনি মল্লিক, বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, ভারতের বর্ধমান এর মানবাধিকার সংস্থার সাধারন সম্পাদক মোহাম্মদ শামীম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রব, মো: আলম শেখ, প্রচার সম্পাদক শিকদার ইলিয়াছ হোসেন, তথ্য ও গবেশনা সম্পাদক মো: মনির হোসেন পাটোয়ারী,দপ্তর সম্পাদক ফকির নজরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক এন,সি দাস (নয়ন) বারইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সাধারন সম্পাদক মো: জাহিদ হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ। সভাশেষে বিজয়ী ও রানার্স আপদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।