ফরিদপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবুল ইসলাম পিকুল নির্বাচিত হয়েছেন। ৬৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম ছিদ্দিকী তার প্রতিদন্দ্বি বিমান পোদ্দার পেয়েছেন ২৭ ভোট। সম্পাদক পদে মাহবুবুল ইসলাম পিকুল ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দি মশিউর রহমান খোকন পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন তিনজন তারা হলেন সাজ্জাদ হোসেন রনি, সঞ্জীব কুমার দাস ও এসএম ফয়েজ আহমেদ। অর্থ সম্পাক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মনির হোসেন। গতকাল ফরিদপুর প্রেস ক্লাবে সকাল ৯টা হতে বেলা একটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। জোহর নামাজ বাদে বেলা আড়াইটায় ভোট গননা শুরু হয়। বাংলাদেশ বেতার এর ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মনির প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন। এবং নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম ওয়াহিদ এবং রেজাউল করিম। প্রতি দুই বছর অন্তর অন্তর ফরিদপুর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ১০২ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮ পদের মধ্যে ১৩টি পদের জন্য প্রার্থীরা প্রতিদন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ পদে বিনা প্রতিদন্দ্বিতায় পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়।