শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

দেশে করোনায় আরও এক পুলিশের মৃত্যু, মোট ১০

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালনকালে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরো এক পুলিশ সদস্যের। এ সম্মুখযোদ্ধা হলেন কনস্টেবল মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে তিনি মারা যান। পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তার স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র আছে। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশ সদস্যের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ বীর সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com