গত ১ লা জানুয়ারি ২০২২। কবি আসাদ বিন হাফিজের ৬৩তম জন্মদিন ছিলো। কবির জন্মদিন উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। কবিকে শুভেচ্ছা জানান দেশীয় সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক শিল্পী মোস্তফা মনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক কর্মকর্তা নাট্যকার ও অভিনেতা মনিরুল ইসলাম ও কবি অহিদুর রহমান।
কবি আসাদ বিন হাফিজ তাঁর জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন Ñ নববর্ষের প্রথম দিনে আমার জন্মদিন। বছরের এই প্রথম দিনে প্রত্যাশা করছি- নতুন একটি সকালের। যে সকালের অপেক্ষায় গোটা দেশবাসী। এই দেশ আমাদের। এই মানচিত্র আমাদের। এই দেশকে আমরা ভালোবাসব। আমি একজন কবি হিসাবে আমার লেখায় সেটা বলার চেষ্টা করেছি বারবার। অনিবার্য বিপ্লব যেমন সন্নিকটে তেমনি দেশপ্রেমিক জনতার বিজয় অবশ্যসম্ভাবী। আপনারা যারা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন সকলের প্রতি ভালোবাসা। দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।