মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে হাতিরঝিল এলাকার সুবিধাবঞ্চিত বস্তিবাসী, রিকশা-ভ্যান-সিনজি চালক, নিরাপত্তা কর্মীদের মাঝে সেলাই মেশিন ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ০২ জানুয়ারী বিকাল ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মু. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা.সাইয়েদ আফজালুল করিম।বিশেষ অতিথি ছিলেন,ইনসাফ বারাকাহ হাসপাতালের সুপার ডা.মো. সিরাজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য আবু তানজিল, মোঃ রাশেদুল ইসলাম,আ.মজিদ প্রমুখ।