বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

চরফ্যাসনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চরফ্যাশনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। চরফ্যামন উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। “মুজিব বর্ষের সফলতা ঘরেই বসে পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সাদেক হোসেন মিয়া। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরীস্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত অনগ্রসর মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বক্তারা আরো বলেন,দেশের দারিদ্রের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে উপজেলার প্রত্যেক ইউনিয়নের অসহায় ও অনগ্রসর মানুষকে বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতাসহ মুক্তিযোদ্ধা সম্মানী দেয়া হচ্ছে। এছাড়াও চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশে উপজেলার দুস্থ ও অসহায় মানুষের কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচীসহ আর্থিক অনুদান দেয়া হচ্ছে। যার ফলে আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসাইন জানান, বর্তমানে ১৫হাজার ৩৩৩ জন বয়স্ক ভাতা, ৬হাজার ৩৬২জন বিধবা ভাতা, ৫হাজার ৩৭৮জন প্রতিবন্ধী ভাতা, ১১৭জন শিক্ষা উপবৃত্তিসহ ১০টি এতিম খানায় ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত ২৯৮ নিবাসীকে সহায়তার পাশাপাশি ২৭৫জন দলিত হরিজন ব্যক্তি সুফলভোগী রয়েছেন। এছাড়াও অসহায় ও অনগ্রসর মানুষকে ২৫ হাজার টাকা করে ঋণ সুবিধাও দেয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com