শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

রায়পুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাছ ব্যবসায়ী নিহত ১

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নরসিংদীর রায়পুরায় মহেষপুর ইউনিয়নের সাপমারা বাজারে ইট বোঝাই ট্রাক- ব্যাটারি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ১ গুরুতর আহত ২ নিহতের বাড়ি মহেষপুর ইউনিয়নের আলগী মধ্যে পাড়া গ্রামের নিশিকান্ত দাসের ছেলে চিত্র নিরঞ্জন দাস(৬৫)। আহত নিহতের ভাই মনরঞ্জন দাস(৫০), অপর জন ব্যাটারি চালিত অটোরিকশার চালক একই ইউনিয়নের বেগমাবাদ গ্রামের মুরশিদ মিয়া(৩০)। সোমবার সকাল ৬ টার সময় সাপমারা বাজার চৌরাস্তা মোর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬ টার সময় আলগী বাজার থেকে ছেড়ে আসা ইট ভর্তি ট্রাক নীলকুঠি দিখে যাত্রা করে। সাপমারা বাজার চৌরাস্তা মোর রেলক্রসিং এলাকায় আসার পর বেগমাবাদ থেকে রায়পুরা যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশা কে সজুরে ধাক্কা দেয়। ঘটনা স্হলে ব্যাটারি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ইট বোঝাই ট্রাক (ইছার মাথা) ধাক্কা লাগলে ব্যাটারি চালিত ইজিবাইকে থাকা মাছ ব্যবসায়ী চিত্ত রঞ্জন মাটিতে পড়ে যায়। পরে তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের সহোদর ভাই ও চালক গুরতর আহত হন। পরে আহতদেরকে স্হানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্হানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়। রায়পুরা থানার উপপরিদর্শক মো আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com