জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেরপুর জেলায় সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের ৮ম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার (২ জানুয়ারি) মিলাদ মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা শহরের চাপাতলিস্থ কেন্দ্রটির নিজস্ব অডিটোরিয়ামে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপুর সভাপতিত্বে ও আবু রায়হান পাভেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় তিনি বলেন, বর্তমান সময়ের এক ভয়াবহ মরনব্যাধী হলো মাদক। এই মাদক সেবন ও বিক্রির বিষয়টি কেন্দ্র করে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক পরিবার তাদের মাদকাসক্ত ছেলেকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাচ্ছেন। যেন তারা সুস্থ জীবনে ফিরতে পারে। অনেকে সুস্থ হয়ে ফিরলেও পুনরায় মাদক সেবনে জড়িয়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে তা আমাদের বের করতে হবে। আজ অনেক পরিবরের সন্তানেরা মাদক সেবনের টাকার জন্য মা-বাবার সাথে খারাপ আচরন করে। এটি কোন ভাবেই কাম্য নয়। এসকল বিষয়ে শেরপুর জেলা প্রশাসন সব সময় সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পাশে থাকবে। প্রিয় অতিথির বক্তব্যে জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তরুন শিল্পপতি সাদুউজ্জামান সাদী বলেন, আমরা এই জেলার সন্তন। এই দেশের ১৮ কোটি জনগন বা এই জেলার সকল মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক টাকা ভর্তুকি দিয়ে মেধাবীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে। যার কারনে আজ অনেকে সরকারী বিভিন্ন উচ্চ পদে চাকুরী করছে। অনেকে আবার বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কর্নধার। তাই এই সমাজে যারা বিপদগামী তাদের জন্য আমাদেরও কিছু করার আছে। আমি ব্যাক্তিগতভাবে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের শরীরচর্চার জন্য সকল সরঞ্জাম কিনে দিব। এবিষয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোর্শেদ বলেন, আমরা কেউ মাদক কে পছন্দ করিনা। মাদকের ভয়াবহ ছোবল দিন দিন যুব সমাজকে গ্রাস করছে। এখন ইয়াবা, হেরোইনসহ নানা ধরনের মাদক সহজলভ্য হয়ে গেছে। তাই যে কোন সময় যেখানে সেখানে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। এটি থেকে উত্তোরনের পথ আমাদের খুঁজে বের করতে হবে। এবিষয়ে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপু জানান, আমরা মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধ পরিকর। সে ধারনা থেকেই আমরা এই পুনর্বাসন কেন্দ্রটি গড়ে তুলি। আপনাদের সকল সহযোগীতা পেলে ভবিষ্যতে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র শেরপুরের অন্যতম একটি প্রতিষ্ঠান হবে। সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক পিপুল সরকার বলেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী দায়ীত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। এখানে যেসব মাদকসেবীরা সুস্থ হতে আসে। আমরা তাদের প্রতি সবসময় খেয়াল রাখি। আমাদের এই পুনর্বাসন কেন্দ্রে মনোরম পরিবেশ, সুসজ্জিত কক্ষ ও পরিপাটি বিছানা রয়েছে। তবে সরকার ও জেলার বিত্তবানরা আমাদের প্রতি সুদৃষ্টি দিলে। সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রেটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম একটি মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। মিলাদ ও দোয়া মাহফিলে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদির আহম্মেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্তন অধিদফতরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, সদর উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক বিনয় কুমার সাহা, শেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার। এসময় অন্যানোদের মধ্যে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক সুহেল উদ্দিন সাকিব, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু, জিএইচ হান্নান ও সাংবাদিক জাহিদুল খান সৌরভ, বুলবুল আহমেদ, হামিদুর রহমানসহ রোগীর স্বজন ও এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।