টাঙ্গাইলের ধনবাড়ী তে বর্নাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭ ঘটিকায় পতাকা উত্তোলন তার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বিকেলে (৪ জানুয়ারী) প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বর্ণাঢ্য র্যালি নিয়ে ধনবাড়ী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো প্রদক্ষিণ করে ধনবাড়ী বাস স্ট্যান্ড চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন। জমকালো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মীর ফারুক আহমাদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখা। ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে মোঃকামরুজ্জান কামরুল, এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনার রশিদ হীরা চেয়ারম্যান ধনবাড়ী উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখা, মোঃ সাইফুল ইসলাম বেলাল যুগ্ম সাধারণত সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখা, খন্দকের মঞ্জুরুল ইসলাম তপন সাবেক মেয়র ধনবাড়ী পৌরসভা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাসানুজ্জামান উজ্জল যুগ্ম আহ্বায়ক ধনবাড়ী উপজেলা ছাত্রলীগ, মোঃ কামরুজ্জামান কামরুল যুগ্ম আহ্বায়ক ধনবাড়ী উপজেলা ছাত্রলীগ,মশিউর রহমান মিন্টু যুগ্ম আহ্বায়ক ধনবাড়ী উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগ-যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নবীন প্রবীন নেতা কর্মীগন অংশগ্রহন করেন। হারুনার রশিদ হীরা তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর ৫২’র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় ছাত্রলীগের ইতিহাস বলে শেষ করা যাবে না। পরিশেষে আমি ধনবাড়ী উপজেলা ছাত্রলীগ কে বলি তোমরা এই গৌরব এবং ছাত্রলীগের আদর্শকে বুকে লালন করে ধনবাড়ী উপজেলা ছাত্র লীগকে সংগঠিত করে পরিচালনা করবে। আমি সব সময় তোমাদের সাথে আছি থাকবো। এক ঐতিহাসিক গৌরবোজ্জ্বল আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কীর সমাপনী ঘটে।