শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ -এমএ সালাম

বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

গণতন্ত্র হত্যা দিবসে বাগেরহাটে বিএনপির মানববন্ধন

২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে এদেশে গনতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে তারা। দেশের মুক্তিকামী মানুষ এই পরিস্থিতি আর সহ্য করবে না। দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হলে পালানোর সময় থাকবে না আওয়ামী লীগের। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী ও গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাটে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, দেশের সব থেকে জনপ্রিয় দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছে। চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না তাকে। শুধু বিএনপির চেয়ারপার্সন নয়, হাজার হাজার দলীয় নেতাকর্মীদের জেলে আটকে রেখেছে জালিম সরকার। দেশটাকে এক ধরণের বন্দিশালা বানিয়ে রেখেছে তারা। দেশের মানুষের মুক্তির জন্য যেকোন ভাবে এই সরকারের পতন ঘটাতে হবে। এজন্য বিএনপির নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা। বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শমসের আলী মোহন, পৌর সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হীরো, পৌর সাধারন সম্পাদক মনিরুলজ্জামান মনি, যুবদলের সহ-সভাপতি নাজমুল হুদা, শ্রমিকদলের সভাপতি আতিয়ার সরদার, সাবেক যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, যুবদল নেতা অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন, বাগেরহাট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, বাগেরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাবুদ্দৈালা জুয়েল, যুবনেতা মনিরুলজামান মান্না, জসিম সরদার, ওমর আলী মুন্না, বাপ্পি আহম্মেদ বাবু, মহিতুল ইসলাম, হাবিবুল্লা ওহেদ হাবিব, নাসির আহমে¥দ, মো: মুন্নাসহ জেলা, উপজেলা যুবদল, ছাত্রদলে ও শ্রমিকদলের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। গোলাম মোস্তফা রলয় প্রমুখ। প্রতিবাদ কর্মসূচি বাগেরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।প্রতিবাদ কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিস্বার্থ মুক্তি চান নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com