প্রথমবার ভোটে দাঁড়িয়ে ১৩ দিনের প্রচারণায় বাজিমাত করলেন প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। বিগত ৫ জানুয়ারী২০২২ইং তারিখে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক রনেন্দু ভট্রাচার্য্য থেকে ৫০৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি। ৯টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার পেয়েছেন ৪ হাজার ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক রনেন্দু ভট্রাচার্য্য পেয়েছেন তিন হাজার ১৫ ভোট। ৫০৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জে অনেক নতুন মুখ দেখা গিয়েছে। এই বিপুল জয়লাভকে মানুষের দোয়া/আশীর্বাদ হিসেবেই দেখছেন প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। পেশায় একজন ব্যবসায়ী ও একজন সমাজকর্মী প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে রয়েছে গভীর সম্পর্ক , অবশ্য কখনই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকতে দেখা যায়নি প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারকে। একজন ব্যবসায়ী ও সমাজকর্মী,দানশীল ব্যক্তি হিসেবে ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা করেছেন ও করোনার স্থবির অবস্থায় মানুষের কল্যাণে মাঠে ছিলেন এবং সচেতনতা মূলক প্রচার চালিয়েছিলেন তিনি। এবিষয়ে ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার বলেন, আমাকে আমার ৩নং মুন্সিবাজার সকল ভোটাররা তাদের মুল্যবান ভোট প্রদান করে আমাকে তাদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমার এ জয় আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম। কারন আজ আমি চেয়ারম্যান হয়েছি আমার ইউনিয়নের মানুষদের জন্য। আমার ইউনিয়নের সকল মানুষের সেবাসহ তাদের ন্যায্য সেবা আমি ঘরে ঘরে পৌছিয়ে দিতে চাই। সবার সহযোগিতায় ৩নং মুন্সিবাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সবার সহযোগীতা কামনা করছি।