ফরিদপুরের সালথায় কীটনাশক প্রয়োগ করে এক বীর মুক্তিযোদ্ধার পেঁয়াজের চারা নষ্ট করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগাড়দিয়া গ্রামে। এতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের। শনিবার যোগাড়দিয়া মাঠে সরেজমিনে গিয়া ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে ৫-৭ দিন আগে কীটনাশক প্রয়োগ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা জানান, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। কিন্তু ফসলের সাথে এ কেমন শত্রুতা। আমরা এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এগুলো করেছে আমরা তাদের শাস্তি চাই। ক্ষতিগ্রস্থ কৃষক উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন বলেন, শত্রুতাই করে দুষ্কৃতিকারীরা আমার ৬৩ শতাংশ জমির রোপন করা হালি পেঁয়াজ রাতের আধারে পচনশীল কীটনাশক (বিষ) দিয়ে নষ্ট করে দিয়েছে। এর আগেও আমার ১৫ কেজি পেঁয়াজের চারা ( হালি) বিষ দিয়ে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষক কাজী মাইনদ্দীন বলেন আমার এতো বড় ক্ষতি যারা করেছে আমি তাদের বিচার দাবী করছি। সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন এর জমি আমি পরিদর্শন করেছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করি। উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, খবর পাওয়া মাত্র আমার লোক ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেঁয়াজের চারায় পচন জাতীয় বিষ প্রয়োগ ক?রেছে বলে ধারনা করা হচ্ছে। যার জন্য ধীরে ধীরে পেয়াজের চারার পচঁন ধরে মারা গেছে। এই জমি ফসলের উপযোগি না হওয়া পর্যন্ত কোন ফসল আবাদ করা সম্ভব না।