শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

বোয়ালমারীতে শীতার্তদের মাঝে সৈয়দ শামীম রেজার কম্বল বিতরণ

হাসান মাহমুদ মিলু বোয়ালমারী (ফরিদপুর)
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ফরিদপুরের বোয়ালমারীর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ইম্পেরিয়াল কনসালট্যান্ট এন্ড ডেভলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা রবিবার (৮ জানুয়ারী) উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। কুশাডাঙ্গা বার্তা মডেল একাডেমী, বোয়ালমারী ডাকবাংলো, গুনবহা চরপাড়া হাফেজিয়া মাদরাসা, বাইখীর চৌরাস্তা, তেলজুরী বাজার, তামারহাজী বোর্ড অফিস, সহস্রাইল হাই স্কুল ও ছত্রকান্দা প্রাইমারী স্কুল প্রাঙ্গণে প্রায় দুই সহস্রাধিক দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল অব্দি এ শীতবস্ত্র বিতরণ কালে অন্যান্যের মধ্যে বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, বোয়ালমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আঃ রশিদ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাডঃ কোরবান আলী, শেখর ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা, চতুল ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, ছাত্রলীগ নেতা রাজীব খান সজীব, ছলেমান মেম্বার প্রমুখ শুভেচছা বক্তব্য রাখেন। দিনের শুরুতেই বার্তা মডেল একাডেমী প্রাঙ্গণে কম্বল বিতরণের মধ্য দিয়ে সেবা কার্যক্রমের শুভ শুচনা করেন সৈয়দ শামীম রেজা। এ সময় বার্তা মডেল একাডেমীর পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে এখানে উপস্থিত প্রায় দু’শতাধিক গরীব-দুঃখী মানুষের সঙ্গে কুশল বিনিময় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের জন্য দোয়া চেয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন সৈয়দ শামীম রেজা। কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সবচাইতে দক্ষ, প্রতিভাবান অভিভাবক হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী মাটি, মানবতার নেত্রী শেখ হাসিনা। তার হাতের দ্যুতিময় ছোঁয়ায় বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। বিশ্ব দরবারে আমরা এখন রোল মডেল। তাই বাংলাদেশের প্রয়োজনেই শেখ হাসিনাকে আমাদের দরকার। তিনি যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশও ততদিন বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com