শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

পুঁজিবাজার: পতনে শুরু 

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

বছরের প্রথম সপ্তাহে টানা উত্থান হলেও বছরের ২য় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পতনে শেষ হলো পুঁজিবাজারের লেনদেন। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৮৩ পয়েন্ট কমে ৬ হাজার ৯৩২.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গতকাল রোববার ১ হাজার ৪৬১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২২২ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার।
ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৪৮টির এবং ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্ত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে আজ ৪০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com