শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

নগরকান্দায় করোনা টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ ভবনের সামনে, রোববার শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। একেক দিন একেক বিদয়ালয়ের শির্ক্ষার্থীদের দেওয়ার কথা রয়েছে কোভিড- ১৯ এর টিকা। সেখানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, তাদের গত ৩ জানুয়ারি থেকে ফাইজার টিকা দেয়া শুরু করা হয়েছে। এ কার্যক্রম ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। শুরু থেকে প্রতিদিন টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় থাকায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে ধারনা স্থানীয়দের। একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, ‘টিকা না নিলে বিদ্যালয়ে যাওয়া যাবে না, এমন ঘোষণার পর শিক্ষার্থীরা দ্রুত টিকা নিতে টিকাকেন্দ্রে আসছে। তবে টিকাকেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে টিকা দেয়া হচ্ছে না। এতে করোনা টিকা নিতে আসা শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ভিড় নিয়ন্ত্রণ না করে টিকা প্রদান করায়, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরী।’ লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্ধারিত তারিখে গিয়ে দেখেছি, একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নির্ধারিত তারিখ না মেনেই টিকা নিতে এসেছে। এ কারনে টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় সৃষ্টি হচ্ছে।” নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ বলেন, “যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, এদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এই টিকা এসি রুমের মধ্যে দিতে হয়। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি রুম না থাকায়, উপজেলা পরিষদ ভবনের এসি রুমে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। নির্ধারিত বিদ্যালয় ছাড়াও, একই দিনে একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে আসায় টিকাকেন্দ্রে বেশি ভিড় হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com