মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম ::
শেরপুরে ব্রহ্মপুত্র নদী খননের বালু নিয়ে জেলা জুড়ে তোলপাড় শিশু সাহিত্যে স্বর্ণ পদক পেলেন কবি ইলোরা সোমা মঠবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যাচার ও আ.লীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন চকরিয়ায় সাংবাদিকের স্ত্রী-কন্যার খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন রাণীশংকৈলে ৯৫ বছর বয়সী মজিদ মুন্সির সংসার চলে বাদাম বিক্রি করে দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিক্স-এ-সাইড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন নড়াইলের মধুরগাতিতে মাদক ও চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণের দাবীতে জনতার মতামত যাচাই ফটিকছড়িতে সিআইপি মাহমুদ আজমকে সংবর্ধিত করল জামায়াত

সেতু না মরণ ফাঁদ

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

দীর্ঘদিনের দাবীর পরও চরফ্যাশন উপজেলার আসলামপুর ৬নং ওয়ার্ড বাদশা মিয়ার খালের উপর আজও পাকা সেতু নির্মিত না হওয়া স্কুল শিক্ষার্থীসহ পথোচারীদের দুর্ভোগ প্রহাতে হচ্ছে। এ অবস্থায় কাঠ ও বাঁশের তৈরি জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে এলাকাবাসী। কিন্তু এ সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে মালামাল পরিবহনে ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীকে। তাই অবিলম্বে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নিকট পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে তারা। জানা যায়, আসলামপুর ইউনিয়নের আসলামপুর ও খতেজা বাগ গ্রামসহ আশ পাশের অনন্ত চারটি গ্রামের মানুষ ৩০ ফুট দীর্ঘ সেতুটি ব্যবহার করে। অন্যদিকে বেতুয়া প্রায় ৫০০ফুট দীর্ঘ খালটি নৌকা দিয়ে পারাপার হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য, আসলামপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে পাকা সেতু নির্মাণের দাবি জানানো হলেও আজও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে সেতুটি পার হওয়ার সময় আতঙ্কে থাকলেও কিছু করার নেই বলে জানান খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোতাহার হোসেন। স্থানীয় সমাজসেবক মো. কাজল চকিদার বলেন, ‘উপজেলা সদরে ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াত, মামলা মোকদ্দমাসহ নিত্যপ্রয়োজনীয় যেকোনো কাজে এ কাঠ ও বাঁশের তৈরি জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে খালের এ পারের মানুষদের চলাচল করতে হয়। তিনি অভিযোগ করে বলেন, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়েছি চেয়ারম্যান বলেছেন এটা কালভার্টের মাপে হলে আমি করে দিতাম। এটা এলজিইডি থেকে করতে হবে। অন্যদিকে চরফ্যাশন ও লালমোহন উপজেলার যাতায়াতে ‘বেতুয়া খালের’ উপর সেতু নির্মাণে এলাকাবাসী দীর্ঘদিন দাবী করলেও কেউ শুনে কার কথা। লালমোহন লর্ডহাডিঞ্জ ফাতেমাবাদবাসী ও চরফ্যাশনের আসলামপুরবাসী সেতুটি নির্মাণের জন্য ভোলাা ৪আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাদয়ের কাছে দাবী জানা”েছন।আসলামপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল ইসলাম জানান, মন্ত্রী মহাদয়ের নলেজে আছে। তারপরও গ্রামবাসীর দিকে চেয়ে আমি আবার মন্ত্রী মহাদয়কে স্মরণ করিয়ে দিবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com