শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমছে বিদ্যুৎ উৎপাাদন গাজীপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফটিকছড়িতে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের ইফতার মাহফিল আলোচনা সভা টুঙ্গিপাড়া প্রেসক্লাব এর সভাপতি সওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন নির্বাচিত জামালপুরে ৩৫ বিজিবির পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন ঈদের পোশাকের দাম গরিবের হাতের নাগালের বাইরে তাড়াশে প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল প্রদান বরিশালে সাশ্রয়ী মূল্যে ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন বাগেরহাটে গাঙচিলের উদ্যোগে ইফতার মাহফিল

তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

সারাদেশে একদিনের ব্যবধানে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে। চলতি সপ্তাহে বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি কমে যেতে পারে। রবিবার (১৬ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। গত পরশু রোববার দেশের কুড়িগ্রাম এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ, যশোর ও পটুয়াখালীতে ১ মিলিমিটার এবং ঢাকা, খুলনা, মোংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে। গত পরশু রোববার দেশের সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯, যা গত পরশু ও একই ছিল। বিভাগীয় শহরগুলোর মধ্যে গত পরশু রোববার ঢাকায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস (গত পরশু ছিল ১৭ দশমিক ২), ময়মনসিংহে ১৩ ( গত পরশু ছিল ১৪ দশমিক ৪), চট্টগ্রামে ১৬ দশমিক ৫ (গত পরশু ছিল ১৭ দশমিক ৮), সিলেটে ১২ দশমিক ৫ (গত পরশু ছিল ১৫), রাজশাহীতে ১১ দশমিক ৮ (গত পরশু ছিল ১৪ দশমিক ৮), রংপুরে ১১ দশমিক ৭ (গত পরশু ছিল ১৪ দশমিক ১), খুলনায় ১৪ দশমিক ৭ (গত পরশু ছিল ১৬ দশমিক ২) এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস (গত পরশু ছিল ১৪ দশমিক ৭) রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com