শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

শার্শায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ বাশার বেনাপোল :
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া এলাকা থেকে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ মশিউর ও শরিফুল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক মাদক ব্যবসায়ী মশিউর রহমান(৩৮) সে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গোহাল বাড়ি গ্রামের মনোয়ার মিয়ার ছেলে ও ও শার্শা থানার গোগা কারিগর পাড়ার ইয়াছিন আলীর ছেলে শরিফুল ইসলাম। পুলিশ জানায়, বুধবার (১৯ জানুয়ারী) মাদক পাচারের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ফরিদের নেতৃত্বে একটি চৌকস টিম বাগআঁচড়া সাতমাইল গ্রামের গোগা টু সাতমাইল এলাকার রাস্তার উপর অভিযান চালিয়ে ২৬ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনে ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। তাকে শার্শা থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com