শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

কালীগঞ্জে বাফার গোডাউন পরিদর্শন করলেন বিসিআইসি চেয়ারম্যান

হুমায়ুন কবির ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বিসিআইসি সার গোডাউন পরিদর্শন করেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিসিআইসি গ্রেড- ১)এর চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমদাদুল হক। শনিবার ১১ টার দিকে তিনি কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় অবস্থিত বাফার সার গোডাউন পরিদর্শনে আসেন। প্রধান ফটকে বাফার কালীগঞ্জ গোডাউন ইনচার্জ মোহাম্মদ শাহজাহান তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারসহ গাজী শাহিনুল ইসলাম উপ-মহাব্যবস্থাপক, প্রশাসন বিসিআইসি, মোহাম্মদ মনজুর রেজা মহা ব্যবস্থাপক, মার্কেটিং বিসিআইসি, কালীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর এবং কালীগঞ্জ বাফার গোডাউনের ডিলারের মধ্যে আনোয়ারুল ইসলাম, ইসলাম হোসেন, মাহবুব হোসেন ও সাইদুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিসিআইসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমদাদুল হক সরোজমিনে সম্পূর্ণ গোডাউনটি ঘুরে দেখেন। গোডাউনের স্টক লোড-আনলোড পজিশন ও সার সরবরাহ পদ্ধতির ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পিক সিজেনে সার সরবরাহে যেন কোনো ধরনের বিঘœ না ঘটে সেদিকে গুরুত্ব দিয়ে লক্ষ রাখার নির্দেশ দেন গোডাউন ইনচার্জকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com