শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

কালীগঞ্জের জামাতা পদোন্নতি পেয়ে হলেন অতিরিক্ত আইজিপি

হুমায়ুন কবির ঝিনাইদহ :
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক(গ্রেড-২) হলেন ঝিনাইদহ শৈলকুপার কৃতি সন্তান ও কালীগঞ্জের জামাতা শাহাবুদ্দিন খান (বিপিএম)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৩নং ওয়ার্ড তথা ফয়লা গ্রামের মরহুম শেখ আব্দুস সামাদ এর কনিষ্ঠ জামাতা। শেখ আব্দুস সামাদের ছোট মেয়ে আফরোজা পারভীন এর সাথে ২৬ জুন ১৯৯৭ সালে বিয়ে হয় শৈলকুপানিবাসী মরহুম আকবর আলী খানের দ্বিতীয় পুত্র শাহাবুদ্দিন খান(বিপিএম) এর বিয়ে হয়। আফরোজা পারভীন ছিলেন তিন ভাই ও তিন বোনের মধ্যে সকলের ছোটো। ব্যক্তিগত জীবনে শাহাবুদ্দিন খান এক ছেলে ও এক মেয়ের জনক। তার একমাত্র কন্যা মেডিকেলের শিক্ষার্থী। জামাতা শাহাবুদ্দিন খান(বিপিএম) এর পদোন্নতিতে তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনসহ কালীগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বীত। জানা যায়, তিনি ১৯৬৪ সালের ১১ জুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাতেমপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৮৪ সালে শৈলকুপা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ তম বিসিএস এ তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি কুষ্টিয়া, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী, নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি র‌্যাব-১২,র‌্যাব- ৪ ও র‌্যাব- ১০ এর পরিচালক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।চৌকস এ পুলিশ কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে কসোভোতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com