মো. শাহাব উদ্দিন, একটি নাম নয় একটি ব্র্যান্ডও বটে। সৎ নিরহংকারী মিষ্টভাষী উদারমনা, স্বচ্ছতা, সততা, নীতি-নৈতিকতা আর আদর্শিক চরিত্রের গুণে যিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন প্রিয়ভাজন ও বিশ্বস্তজন, এলাকা নেতাকর্মীসহ দলীয় নেতাকর্মীদের আস্থয়স্থল এবং সর্বোপরী অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশব্যাপী আওয়ামী সরকারের উন্নয়ন দ্বারা অব্যহত রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সরকারী অনুদানের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও অনুদান দিয়ে নানানরকম উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি। তিনার ব্যক্তিগত তহবিলের অনুদানে মৌলভীবাজারের বড়লেখায় নব্বই দশকের যুবলীগ নেতার বাড়ির পারিবারিক সড়কের ইট সলিং কাজ সম্পূর্ণ হয়েছে। উপজেলার দক্ষিণভাগ (দঃ) ইউপির দক্ষিণ হরিপুর গ্রামের লন্ডন প্রবাসী, নব্বই দশকের দক্ষিণভাগ ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও বর্তমানে আওয়ামী লীগ লন্ডন মহানগর শাখার অন্যতম নেতা সুফিয়ান আহমদের পারিবারিক রাস্থার কাজের জন্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিনের অনুদানে ও দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত দাস শিমুলের সার্বিক তত্ত্বাবধানে মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে এক বরাদ্দ দেন। মন্ত্রীর অনুদানকৃত ৫০০ফুট রাস্তার কাজ গত তিনদিন ধরে শুরু হয়ে সোমবার (২৪শে জানুয়ারি) সম্পূর্ণ হয়। ইট সলিং কাজের অনুদানের জন্য লন্ডন আওয়ামী লীগ নেতা ও গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন মহোদয় এলাকার উন্নয়নের রুপকার। এলাকার বিভিন্ন উন্নয়নমুখী সেবামূলক কর্মকান্ডে জড়িত, পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সরাসরিভাবে সম্পৃক্ততা রয়েছেন। ফলে এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। বক্তব্যের পরিশেষে আওয়ামী লীগ নেতা মন্ত্রীর সুস্বাস্থ্যের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।