রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

সেনবাগে উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

মোঃ হারুন সেনবাগ :
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নোয়াখালীর সেনবাগে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ঘোষিত কমিটির তিন যুগ্ন-আহবায়ক। উক্ত কমিটিতে ফখরুল ইসলাম রুবেল, মুজিবুর রহমান, রবিউল হাসান তুহিন ও শাহাদাৎ হোসেন সুজনসহ ৪জন আহ্বায়ক প্রার্থী ছিলো, তাদের কাউকে আহ্বায়ক না করে তিনজনকে যুগ্ন আহ্বায়ক ও অপরজন কোন পদে না রাখায় কমিটিকে প্রত্যাখান করে ইতিমধ্যে উপজেলার সেবারহাট এলাকায় ও সেনবাগ পৌর শহরে ঝাউ হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা। রবিবার উপজেলার ছমিরমুন্সির হাট ড্রিম কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদপুর ইউপি ছাত্রদলের সভাপতি ও ঘোষিত আহবায়ক কমিটির ১নং যুগ্ন-আহবায়ক ফখরুল ইসলাম রুবেল অভিযোগ করে বলেন- দীর্ঘ ১৩ বছর পর আহবায়ক কমিটি ঘোষণা করা হলেও এতে ত্যাগী ও জেল, জুলুম, হামলার শিকার ও কারাবরণকারীদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের বিনীময়ে অযোগ্য, বিবাহিত, ছাত্রলীগ কর্মী, চাকুরীজীবী ও প্রবাসী দিয়ে উপজেলা ছাত্রদলের কমিটি করা হয়েছে। তাই উক্ত ঘোষিত কমিটি বাতিলের দাবীতে আন্দোলন করে যাচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা ৭দিনের আল্টিমেটাম দিয়ে বলেন – আগামী ৭ দিনের মধ্যে ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত ৪ আহবায়ক প্রার্থীর মধ্যে যে কাউকে আহবায়ক ও সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন ঘোষিত কমিটির যুগ্ন আহবায়ক, কাবিলপুর ইউপি ছাত্রদলের সভাপতি মুজিবুর রহমান, কমিটির যুগ্ন আহবায়ক রবিউল হাসান তুহিন ও সেনবাগ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি পদবঞ্চিত নেতা শাহাদাৎ হোসেন সুজন। বক্তারা অভিযোগ করে বলেন-দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা না মেনে বিভাগীয় দ্বায়ীত্বপ্রাপ্ত সাফিউর রহমান সাফি কোন রকম যোগাযোগ বা মতবিনিময় ছাড়াই জেলা কমিটির দেয়া কমিটি অনুমোদনের সুপারিশ করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন সিফাত, সেনবাগ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শামিম, কাবিলপুর ইউপি ছাত্রদলের সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম তুহিন, মোহাম্মদ পুর ইউপি ছাত্রদলের সাঃ সম্পাদক শাহাদাত হোসেন রাজু, কাবিলপুর ইউপি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন বাবু, সেনবাগ কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাসুকুর রহমান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, মোঃ জাবেদ, আলি হোসেন, ইউসুফ, শিহাবুল ইসলাম, রিয়াদ হোসেন প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com