শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২০

ভারতে মহামারি করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে আরও ৬ হাজার ৬৫৪ জন। দেশটিতে এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৬৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। একই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩৭ জন।

এর ফলে দেশেটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১০১। অপরদিকে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২০ জনের।

দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে মোট ৫১ হাজার ৭৮৪ জন। গত চারদিনে ২৫ হাজার আক্রান্তের ঘটনা অন্তর্ভূক্ত হয়েছে। করোনায় আক্রান্তে শীর্ষ দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান ১১তম।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com