সিলেট বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত নতুন করে আরও ৩৩ জন। এদের মধ্যে ১৮ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জ জেলার ছয়জন, হবিগঞ্জের তিনজন ও মৌলভীবাজার জেলার ছয়জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চার পুলিশ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারীও রয়েছেন।
শনিবার (২৩) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের পজিটিভ রিপোর্ট আসে। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করে সুনামগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, শনিবার শাবিপ্রবির পিসিআর ল্যাবে ১০২ জনের নমুনা জমা হয়। এর মধ্যে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই ৯১ জনের মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়। বাকি ১১ জনের নমুনা নষ্ট হয়ে গেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ জনের করোনা রিপোর্ট করোনা পজিটিভ আসার কথা নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এমআর/প্রিন্স