বরিশাল নগরীর মতাশার এলাকায় অবৈধভাবে খাল দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের প্লান পাস না করে বহুতল ভবন নির্মাণ করারও অভিযোগ রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের আরআই শাখা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীণ মতাশার এলাকার আয়নাল শেখ অবৈধভাবে প্লান পাস না করে ভবন নির্মাণ করছেন। এ ধরণের অভিযোগ প্রেক্ষিতে তাকে দুইবার নোটিশ পাঠানোর পরেও কাজ বন্ধ রাখেনি। পরে সরেজমিনে গিয়ে তার নির্মাণ কাজ বন্ধ করেন বিসিসির রোড ইন্সপেক্টর (আরআই) অনিক। ওই সময় কাজ বন্ধ রাখলেও রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যায় আয়নাল শেখ। অবৈধভাবে ভবন নির্মানের খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে গেলে সংবাদ প্রকাশ না করার জন্য তাদেরকে বিভিন্ন প্রস্তাব দেয়। এছাড়া বিভিন্ন লোকজন দিয়ে তদবির করেন। এ ব্যাপারে বিসিসির ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক মীরা জানান, আয়নাল শেখের ভবন নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। বিসিসির প্লান পাস না করে বাড়ি নির্মাণ সম্পূর্ন অবৈধ। এছাড়া খাল দখল করারও কোন সুযোগ নেই। বিসিসির রোড ইন্সপেক্টর (আরআই) মোঃ শহিদুল ইসলাম জানান, শনিবার আয়নাল শেখের ভবন নির্মাণ কাজ বন্ধ করা হয়েছিল। পরে রাতের আধারে নির্মাণ কাজ চালাচ্ছেন এমন অভিযোগ পেলে রবিবার পুনরায় সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। বিসিসির নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের জন্য তাকে অনুরোধ করা হয়েছে। নতুবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, বরিশাল নগরীর মতাশার এলাকার প্রান হিসেবে বিবেচিত খালটি ভবন নির্মানকারীদের হাত থেকে দখলমুক্ত করার জন্য জনগনের প্রাণের দাবী।