দিনাজপুরের পার্বতীপুরে ‘বীর নিবাস’ পাচ্ছেন ১১জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। প্রতিটি বাড়ি নির্মাণে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা হিসেবে ১১টি বাড়ির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৭৯৮ টাকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে এবং মেসার্স আলম ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন। প্রতিষ্ঠানটিকে ইতিমধ্যে কার্যাদেশও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাবেক মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান এমপি ঢাকা থেকে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্তরে ভার্চুয়ালি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এর মধ্যদিয়ে বীর নিবাসের আনুষ্ঠানিকভাবে নির্মাণ করা শুরু করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শফিউল ইসলাম প্রমুখ। এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা। দ্বিতীয় পর্যায়ে পার্বতীপুর উপজেলায় আরও ৮৬ টি বীর নিবাস নির্মাণ হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা জানান। পার্বতীপুরে প্রথম পর্যায়ে যাঁরা ‘বীর নিবাস’ পাচ্ছেন তাঁরা হলেন- বেলাইচন্ডি ইউনিযনের বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ সরকার, মন্মথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মৃত ধৈর্য্য নাথ রায়ের স্ত্রী ফুলবাসি রানী, রামপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ সমছের আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিবর রহমান, মোঃ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মৃত কছিমুদ্দিনের স্ত্রী মোছাঃ আলেকা, পলাশবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম খাদেমুল ইসলামের স্ত্রী মোছাঃ আমেনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মরহুম ভুশা মন্ডলের স্ত্রী মোছাঃ মরিয়ম, হাবড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাফি ও হরিরামপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাবুদ।