মুসলমানদের প্রধান ধর্মীও উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। করোনার সংক্রমণের কারণে ও প্রাদুর্ভাবরোধে সরকারের বেধে দেয়া ১৩ দফা শর্ত মেনেই সারাদেশে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশেরে কোথাও ঈদ গাহে ছিলনা মুসল্লিদের দীর্ঘ লাইন। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে মসজিদে মসজিদে নামাজ আদায়।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে খুশির বদলে মনে আতঙ্ক, ঈদের আমেজ কোথাও নেই। কোলাকুলি বিহীন এক অন্য রকম ঈদ উদযাপন করছে মুসলমানরা। আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অন্য বছরগুলোতে ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত। মহামারি করোনাভাইরাসের কারণে এবার চিত্র ভিন্ন।
করোনাভাইরাসের সংক্রমনের আতঙ্ক আর দুশ্চিন্তার কারণে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে চারিদিকে আনন্দ-উৎসবে মুখর চিরচেনা সেই চিত্র নেই এবার। এক মাস রোজা রাখার পর খুশির ঈদ এলেও মানুষের মনে নেই আনন্দ। ঈদের খুশির বদলে মনে বিরাজ করছে আতঙ্ক আর নানা দুশ্চিন্তা।
নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাতসহ ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল ফিতরের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে সারাদেশের ঈদ জামাতের বিস্তারিত-
ব্রাহ্মণবাড়িয়া : সরকারি নির্দেশনা অনুযায়ী জেলায় খোলা মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদগুলোতে সামাজিক দূরত্ব মেনে একাধিক জামাতে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। সকাল ৭ টা, পৌনে ৮টায় ও সাড়ে ৮টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল ৮টায় জেলার সকল মসজিদে একযোগে ঈদের এ জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রধান ঈদের জামাতে (কোর্ট মসজিদে) ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান। এছাড়া সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চির চেনা রীতি ভেঙে এবার সবাই কোলাকুলি থেকে বিরত থাকে।
রাজবাড়ী : রাজবাড়ীর পাঁচটি উপজেলার প্রায় ৫ শতাধিক মসজিদে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা মসজিদ কমিটির সকল নিয়ম-কানুন মেনেই তারা মসজিদে প্রবেশ করছেন। জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি ঘোনারঘাট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে গিয়ে দেখা যায়, হাত পা জীবাণুমুক্ত করে মুসল্লিদের মসজিদে প্রবেশ করানো হয়।
মেহেরপুর : জেলায় মসজিদে মসজিদে আদায় করা হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ। শারীরিক দূরত্ব বজায় রাখা আর স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত, কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে কাউকেই দেখা যায়নি হাত মেলানো বা কোলাকুলি করতে। ফলে অনেকই একটু কষ্ট মনে নিয়েই ফিরেছেন ঘরে।
ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। তবে নিজেদের নিরাপত্তার স্বার্থেই এবার তারা বিরত থাকছেন সেসব থেকে।
এমআইপি/প্রিন্স