দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০১ জনে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জন।
সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, মৃত ২১ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে থেকে ৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ৯ জন ও রংপুরের ১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এখন পর্যন্ত সারাদেশে মোট ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়েছেন।
এমআইপি/প্রিন্স/এসএম