শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

বদলগাছীতে প্রাণিসম্পদ প্রদর্শনী

মোঃ হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে হাসপাতাল চত্ত্বরে সকাল ১০ টা থেকে দিনব্যাপী এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক তৌফিক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপ- সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আলহাজ্ব রবিউল আলম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা( সম্প্রসারণ) আব্দুর রশিদ প্রমুখ। উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টলে ঘোড়া, মহিষ, গরু, ছাগল, ভেড়া, গাড়ল, হাঁস, মুরগী, কবুতর, বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়। আগত দর্শনার্থীরা আনন্দ সহকার প্রাণিগুলো দর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com