মহিলা বীর মুক্তিযোদ্ধা সন্মাননা পেয়েছেন সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্যা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
মহান স্বাধীনতার ৫০ বছর পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় ভাবে সম্মাননায় ভূষিত হোলেন দেশের নারী বীর মুক্তিযোদ্ধারা। আর সেই তালিকায় রয়েছেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রাজনীতিবীদ, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের মোট ৬৫৪ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু। মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । একই সময়ে সকল জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট জেলার নারী বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কণ্ঠযোদ্ধা, নির্যাতিতা, সমরাঙ্গনের যোদ্ধারা এই সম্মাননা পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন ৫০ বছরে আমরা যে কাজটা করতে পারি নাই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় আজ সেটিই করেছে। মহিলা বীর মুক্তিযোদ্ধারা আজ সম্মাননা পেলেন। প্রধানমন্ত্রীই প্রথম ক্ষমতায় এসে সব জায়গায় মায়ের নাম লেখার বিধান চালু করেছিলেন। তালিকাভুক্ত শতভাগ নারী মুক্তিযোদ্ধা সরকারের পক্ষ থেকে ঘর পাবেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘সুন্দর ঘর দেওয়া হবে তাদের। ১৫ লাখ টাকা ব্যয়ে এটা করা হবে। যাদের নাম তালিকায় আছে তারা প্রত্যেকেই বিনা পয়সায় চিকিৎসা ঔষধ সব পাবেন। নারী হোক বা পুরুষ, সব মুক্তিযোদ্ধারাই এটা পাবেন।
দেশের সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সচিবালয়, ডিসি, এসপি, আদালত সব জায়গায় নারীদের অংশগ্রহণ রয়েছে। কারও দয়ায় তারা সেখানে গেছেন তা কিন্তু নয়। নিজ যোগ্যতাবলে তারা বিভিন্ন পদে কাজ করছেন। এই যোগ্যতাটা তাদের আগেও ছিল, কিন্তু তাদের সুযোগ দেওয়া হতো না। অনেক মুক্তিযোদ্ধা নারীদের অবদান অনুচ্চারিত বা কম উচ্চারিত হয়। আসলে আমাদের মানসিকতার কারণে সবক্ষেত্রেই নারীদের উপেক্ষিত থাকতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা এই ধারাটা ভেঙে দিয়েছেন। নারীদের সর্বক্ষেত্রে সম্মানীত করছেন তিনি। সম্মাননা প্রাপ্ত সকল নারী বীর মুক্তিযোদ্ধাদের স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করা হয়।