বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

ঢাকা পোষ্ট সারা দেশে শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করবে শেরপুরে ১ম বর্ষপূর্তিতে ডিসি মোমিনুর রশীদ

জাহিদুল খান সৌরভ শেরপুর  :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা পোষ্ট এক সময় সারা দেশে শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করবে বলে মন্তব্য করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ আরো বলেন, এক বছরে ঢাকা পোষ্ট ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। তাদের পথচলায় দেশ ও দেশের মানুষের কথা উঠে আসবে এটাই আমাদের প্রত্যাশা। প্রতিদন সকালে উঠেই অন্যানো অনলাইন পোর্টালের সাথে আমি ঢাকা পোস্ট পড়ি। অনুষ্ঠানে ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল হক খান সৌরভের সঞ্চালনায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় তিনি বলেন, গত বছর শেরপুরে ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম। ঢাকা পোস্ট দেশের অন্যতম সেরা অনলাইনদের মধ্যে একটি। ঢাকা পোস্ট কখনই ভুল ও অসত্য সংবাদ পরিবেশন করে না। ঢাকা পোস্ট সব ধরনের খবর করে থাকে। আমি ঢাকা পোস্টের একজন নিয়মিত পাঠক। বর্তমানে অনেক অনলাইন পোর্টাল বিভ্রান্তমূলক খবর করে পাঠকদের অসত্য তথ্য দিয়ে থাকে। ঢাকা পোস্টের ১ম বছর পূর্তিতে আমি চাইবো ঢাকা পোস্ট যেন গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি ও  জনকন্ঠ এবং বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এড. রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়র জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলা,  সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, দৈনিক তথ্যধারার চিফ রিপোর্টার  আসাদুজ্জামান মোরাদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মানিক দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জ্বল, শেরপুরের শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুউজ্জামান সাদী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু,   নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল প্রমূখ বক্তব্য রাখেন। এসময় শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি  মহিউদ্দিন সোহেল,  সাংবাদিক চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রফিক মজিদ, সময় টিভির জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম হীরা, দৈনিক সোনালী বার্তার জেলা প্রতিনিধি কাজী মাসুম আহমেদ, সবুজ আন্দোলন শেরপুর সদরের সভাপতি মোমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সময় টিভির ফটো জার্নালিস্ট বাবু চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদানের জন্য শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ, শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা, আজকের তারুণ্যকে ঢাকা পোষ্টের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। সবশেষে প্রধান অতিথি, প্রিয় অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিরা মিলে ঢাকা পোস্টের ১ম বর্ষ পূর্তি কেক কেটে উদযাপন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com