ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রায়ের পানাইল গ্রামের সাহেদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছ এলাকাবাসী। ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় আলফাডাঙ্গা চৌরাস্তায় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব চত্তরে গিয়ে মানব বন্ধন করে। মানব বন্ধনে সাহেদকে নৃশংসভাবে হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। উল্লেখ গত গত ৩০ জানুয়ারী আনুমানিক বেলা ১২ টার সময় শাহেদ শেখ আলফাডাঙ্গা হতে বাড়ী ফেরার পথে আলফাডাঙ্গা থানাধীন রায়ের পানাইল সুমন শেখ এর বাড়ির সামনে পৌছাইলে পূর্ব থেকে উৎ পেতে থাকা একই এলাকার কালু শেখ পিতা- ফায়েক শেখ, ইব্রাহিম শেখ পিতা- আলম শেখ, লাদেন শেখ, পিতা আলী আফজাল, আজিজুল শেখ পিতা- আলম শেখ শাহিনুর শেখ পিতা- ওলিয়ার শেখ শাহেদ শেখকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থার অবনতি হলে শাহেদ শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৩০ শে জানুয়ারি রাত্র অনুমান ১১.৪৫ ঘটিকার সময় শাহেদ শেখ মৃত্যু বরণ করন। এ ঘটনায় আসামী ইব্রাহিম শেখ(২০), লাদেন শেখ(২১), নামে দুইজনকে গ্রেফতার হয়েছে।