রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনা সংক্রমণ জটিল আকার ধারণ করছে

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০

চট্টগ্রাম নগরে করোনা সংক্রমন পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। মঙ্গলবার (২৬ মে) ৫০৭ টি নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ৮৯ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের শীর্ষ এক কর্মকর্তাও।

এছাড়াও মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই সংবাদ পেতে না পেতেই খবর এসেছে চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসের (বিআইটিআইডি) ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ডা. শাকিল আহমেদ নিজেই।

এদিকে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে নগরীর মেডিকেল সেন্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি। অসমর্থিত সূত্রে জানা গেছে তার দেহেও করোনার উপসর্গ ছিলো।

নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জানান, ‘রাতে এটলি ভাইয়ের শরীর খারাপ লাগলে সাড়ে ১১ টার দিকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টা দেড়েকের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে রাত পৌনে একটার দিকে মারা যান তিনি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com