শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

ভারতে করোনায় মৃত্যু প্রায় ৫ হাজার, আক্রান্ত ছাড়াল দেড় লাখ

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০
ভারতে করোনায় মৃত্যু প্রায় ৫ হাজার, আক্রান্ত ছাড়াল দেড় লাখ

ভারতে করোনাভাইরাসে প্রায় হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এদিকে প্রাণঘাতী মহামারী করোনাভারাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন।

এদিকে, গত রোববার দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৭ জন। অর্থাৎ গত ১০ দিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চারদিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে দেশটি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭০ জন করোনা পজিটিভ ব্যক্তি মারা গেছেন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১৪৭ জন। অর্থাৎ এদিন দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৯৩৬ জন। এই নিয়ে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৪২৬ জন। এই মুহূর্তে দেশটিতে করোনায় সুস্থতার হার ৪২ দশমিক ৪৫ শতাংশ। সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ওয়াল

এমএস/প্রিন্স/এসএফ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com