শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধিকে হুমকির প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ফেনী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ডটকমের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে খবর প্রকাশের জের ধরে হত্যার হুমকির প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। সোমবার বেলা ১১টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফেনীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এক কর্মসূচী পালন করা হয়েছে। দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মুক্তিযোদ্ধা আবু তাহের এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, যুগান্তরের নিজস্ব প্রতিবেদক যতন মজুমদার, বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এবং ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন। দৈনিক স্টারলাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ ও জাগো নিউজের ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহ জালাল ভূঞা, ফেনী সমাচার সম্পাদক মুহিবউল্লাহ ফরহাদ, বিডি নিউজ ও মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামিম, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম, ফেনী জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এমরান পাটোয়ারী, স্বদেশকন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, পরিবেশ ক্লাব ফেনীর সভাপতি সাংবাদিক নজরুল বিন মাহমুদুল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় সদস্য রাবেয়া বেগম, দৈনিক অগ্রসর জেলা প্রতিনিধি গাজী হানিফ প্রমুখ। উল্লেখ্য যে, নোয়াখালী জেলা স্বাচিপের সভাপতি ডা. ফজলে এলাহী নুর এর দূর্ণীতির খবর জাগো নিউজে প্রকাশের পর তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ফজলে নুরের ব্যাপক দূর্ণীতি ও স্বাস্থ্য বিভাগে লুটপাটের বিষয়ে দূর্ণীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। এবিষয়ে খবর প্রকাশের পর চিকিৎসক ফজলে নুর জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধিকে মোবাইলে হত্যার হুমকি প্রদান করেন মর্মে অভিযোগ রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com