বীমা সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ প্রতিপাদ্য ৩য় জাতীয় বীমা দিবস ভৈরবে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়েছে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ। এ সময় স্থানীয় ৮টি বীমা কোম্পানি ইনচার্জ সহ কর্মী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বর থেকে র্বণাঢ্য র্যালী বের হয়ে। বেলা ১২টার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও ‘র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,ডেলটা লাইফের ইনচার্জ এম.এ আউয়াল, ন্যাশনাল লাইফ এর এরিয়া ম্যানেজার আলমগীর তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন মেঘনা লাইফ ভৈরব জোনাল অফিসের ইনচার্জ আবদু রউফ। বক্তাগন বীমা এবং বীমা দিবসের গুরুত্ব তুলে ধরেন। পহেলা মার্চ বীমাকে জাতীয় দিবস ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।সকাল থেকে বীমার গান এবং ফেস্টুন সজ্জিত গাড়ী শহর জুড়ে প্রচারণা চালায়। বীমার প্রতি ক্রমে মানুষের আস্থা বাড়ছে এবং গ্রাহকগন দ্রুত সেবা পাচ্ছে বলে বক্তাগন উল্লেখ করেন।