মুজিব বর্ষের অঙ্গীকার , রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্য সামনের রেখে সারাদেশে ন্যায় জামালপুরে ৪র্থ জাতীয় ভোটার দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, উন্নয়ন সঙ্গের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী আরিফা ইয়াসমিন ময়ূরীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে নতুন ভোটার দের মাঝে স্মার্ট কার্ড তুলে দেন অতিথিবৃন্দ।