‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখান থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বণ্যপ্রানী ব্যবস্থাপনা ও সংরক্ষণ কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বণ্যপ্রানী পরিদর্শক জাহাঙ্গীর কবির, নওগাঁ সরকারি বন সংরক্ষক মেহেরুজ্জামান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জীব বৈচিত্র্য বন্যপ্রাণী ও সংরক্ষক ইউনেছার রহমান হেফজুল সহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশে বনভূমি ধ্বংস করছে কৃষিজমির বিস্তার ও নগরায়ন। এ কারণে অস্তিত্বের সংকটে পড়েছে অনেক বন্যপ্রাণী। মানুষের খাদ্য, বস্ত্র ও ওষুধ- এই প্রধান তিনটি প্রয়োজনীয় উপাদান জীব বৈচিত্র্য থেকে আসে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা, বনভূমি ধ্বংস, অপরিকল্পিত উন্নয়ন কর্মকা-ের কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর জীব বৈচিত্র্যই হুমকির সম্মুুখীন। তাই বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে আসুন আমরা বন্যপ্রাণী সম্পর্কে নিজেদের সচেতন করে তুলি। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যতœবান হই।