সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পৌণে দুশো গৃহহীন পরিবারকে “খ” শ্রেণীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেয়ার জন্য ইউনিয়নবাসীর পক্ষে দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
সোমবার (৭ মার্চ) বিকেলে স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ বার্তা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এ দাবী জানান। তিনি বলেন, আমার ইউনিয়নটি যমুনা নদীর তীরে অবস্থিত। এ ইউনিয়নের ৫ শতাধিক গৃহহীন পরিবার বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতি দূর্যোগ মোকাবেলা করে আসছে ইউনিয়নবাসী। এসব অসহায় পরিবারকে “খ” শ্রেণীর আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জমি আছে ঘর নাই-এমন পরিবারের নিজ জমিতে ঘর পাবার অধিকার রয়েছে। আমি ইউপি চেয়ারম্যান হিসেবে ১৭০ জন গৃহহীন পরিবারের তালিকা করে সংশিষ্ট বিভাগে পাঠিয়েছি। ২/৩ বছর ধরে ফাইলগুলো আটকে রয়েছে। এ অবস্থায় গৃহহীন অসহায় মানুষগুলো প্রতিদিনই ঘর পাবার জন্য আমার কাছে দাবী জানাচ্ছে। এ অবস্থায় গৃহহীন পরিবারগুলোর স্থায়ী আবাসন ব্যবস্থা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশিষ্টদের প্রতি দাবী জানান তিনি।