শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

তিতাসের বাতাকান্দি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হলেন দৈনিক খবরপত্র প্রতিনিধি আরিফুর রহমান

কুমিল্লা প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

কুমিল্লার বৃহত্তর দাউদকান্দির কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর মরহুম বেলায়েত হোসেন সরকার প্রতিষ্ঠিত বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্রের তিতাস উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান। ৬ মার্চ রবিবার তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে দৈনিক খবরপত্রের তিতাস প্রতিনিধি মো.আরিফুর রহমান সহ তোফায়েল শিকদার,বাবুল আহমেদ ও মনির হোসেন মাষ্টারকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন। এদিন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ স্কুলের প্রতিষ্ঠাতার সন্তান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্কুলের সভাপতি এবং দাতা সদস্য মো. পারভেজ হোসেন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারভেজ হোসেন সরকারও নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্হিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মহসীন ভূঁইয়া, তিতাস উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ আহাম্মেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, নব নির্বাচিত অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ আরিফুর রহমান, অভিভাবক সদস্য মোঃ তোফায়েল আহমেদ শিকদার, অভিভাবক সদস্য মোঃ বাবুল ভূঁইয়া, অভিভাবক সদস্য মোঃ মনির হোসেন মাষ্টার, নব নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মামুনুর রশিদ প্রমূখ। উল্লেখ্য মোঃ আরিফুর রহমান বলরামপুর ইউনিয়ন পরিষদের টানা দ্বিতীয়বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নূর নবীর সহোদর ছোট ভাই। তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার এবং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবীসহ অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক,শিক্ষকম-লী,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com