শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

গলাচিপায় শিক্ষার্থীদের শত শত কন্ঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও আলোচনা সভা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

ঐতিহাসিক বঙ্গবন্ধুর ১৯৭১ সালের, রেসক্রস ময়দানে বাঙ্গালী জাতির মুক্তির সংগ্রামে দেয়া ভাষণ, ৭-ই মার্চ/২২ উপলক্ষে, গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিবসটি পালিত হয়। প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সারে ৯টায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শত শত কন্ঠে ৭ই মার্চের ভাষণ পাঠ করে। পরে উপজেলা পরিষদ হলে ৭ই- মার্চের ভাষনের তাৎপর্যপূর্ণ বিষয়ে এক আলোচনা সভা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তেষ কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি কর্মকর্র্তা আরজু আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সালমা ওয়াহিদ, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা। সভায় বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, বিভিন্ন সুধী ও গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে চিত্রঙ্গন, ভাষণ উপস্থাপন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া গলাচিপা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, গলাচিপা পল্লী বিদ্যুৎত অফিস ও গলাচিপা শিশু ছবি ঘর ৭ই মার্চের ভাষণ প্রচার সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com