বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ নির্বাচিত ওসি আতিকুর রহমান

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

মাদক উদ্ধার, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় অভিন্ন মানদন্ডের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান। বৃহস্পতিবার(১০ মার্চ) সকালে জেলা পুলিশের আয়োজনে এক মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি মাসে মাদক উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে অনন্য অবদান রাখায় জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক’র কাছ থেকে সম্মাননা স্বারক পুরুষ্কার গ্রহণ করেন লোহাগাড়ার ওসি মুহাম্মদ আতিকুর রহমান। এ সময় জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল অফিসার সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, থানায় অল্প সময়ে যোগদান করার পর থেকে মাদক সেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর অবস্হানে রয়েছি। যোগদানের পর ইয়াবা উদ্ধার, ইয়াবা ব্যবসায়ীদের আটক করে আদালতে সৌপর্দ করেছি। মাননীয় ‘পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। জেলা পুলিশ সুপার স্যারের দেওয়া এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com