বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
সোনালু, কৃষ্ণচূড়া ও জারুল ফুল প্রকৃতিকে সাজিয়েছে ভিন্ন সাজে প্রচন্ড গরমে বরিশালের তৈরী হাত পাখা দেশব্যাপি মানুষের শরীর শীতল করছে, ভাল নেই পাখা কারিগররা সুটিয়াকাঠী ইউনিয়নের গণ মানুষের ঢল নেমেছে আনারস প্রতীকের পক্ষে মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো দুর্গাপুর উপজেলা প্রশাসন জলঢাকায় নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করার অভিযোগ কালীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির ঋণ বিতরণ সৎ ও নিষ্ঠাবান উপজেলা চেয়ারম্যান রেজবী-উল-কবির নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ফটিকছড়িতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বশর নামে এক সিএনজি ড্রাইভারকে মারধর! দুর্গাপুরে বিশ্বমা দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ

‘টিকটক কন্যা’ হয়ে আসছেন আঁচল

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

চিত্রনায়িকা আঁচল নায়িকা হিসেবে দর্শকের কাছে সমাদৃত হলেও নৃত্যশিল্পী হিসেবেও বেশ পরিচিত। নায়িকা হিসেবে যাত্রা শুরুর আগে একজন নৃত্যশিল্পী হিসেবেই তিনি পরিচিত ছিলেন। নাচে ভীষণ পারদর্শী এই নায়িকা কিছুদিন আগে একটি সংগঠন থেকে নাচে বিশেষ সম্মাননাও পেয়েছেন। যেহেতু আঁচল নাচে পারদর্শী, তাই এবার তাকে ঘিরেই একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে, যেখানে আঁচলকে নৃত্যে পারদর্শী একজন হিসেবেই উপস্থাপন করা হয়েছে।
তরুণ সঙ্গীতশিল্পী সৈয়দ অমির নতুন মৌলিক গান ‘মাইনকার চিপা’ গানে আঁচলকে একজন টিকটক কন্যা হিসেবে দেখা যাবে। তার সঙ্গে গানটির মিউজিক ভিডিওতে পারফর্ম করতে দেখা যাবে এই গানেরই গায়ক অমিকে। গানটি লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর করেছেন সৈয়দ অমি, সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। গানটি গেয়েছেন সৈয়দ অমি-একাই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ।আগামীকাল ১০ মার্চ গানটি ‘ডিপি মিউজিক স্টেশন’-এ প্রকাশ পাবে।
গানটি নিয়ে ভীষণ আশাবাদী আঁচল বলেন,‘এই গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। কারণ, মূলত এই প্রজন্মের শ্রোতা দর্শকের কথা ভাবনায় রেখেই গানটি এবং গানের মিউজিক ভিডিওটি করা হয়েছে। দর্শক নতুন একটি ধামাকা গান পাবে। টিকটক, লাইকি যারা করে তাদের জন্য বিশেষত ভীষণ উপভোগ্য একটি গান হবে। গানটি অনেক বড় আয়োজনের গান। যদিও আমরা যে টার্গেট করেছিলাম, বৃষ্টিজনিত কারণে সে টার্গেট পূরণ হয়নি। কিন্তু গানটি নির্মাণ শেষে সম্পাদনার পর যা হয়েছে তাতে আমি ভীষণ মুগ্ধ। অমি নিজেও চেষ্টা করেছে গানটি সবদিক দিয়ে পরিপূর্ণ একটি গান হোক যাতে শ্রোতা দর্শকের কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পায়। আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com