বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

সৎ ও নিষ্ঠাবান উপজেলা চেয়ারম্যান রেজবী-উল-কবির

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

বরগুনার তালতলীতে একজন সৎ নিষ্ঠাবান ও সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জমাদ্দার । অনেক বাঁধা ও প্রতিবন্ধকতা পেরিয়ে সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়াও প্রতিটি নির্বাচনে প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতীকের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রমও করেছেন তিনি। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি জয়লাভ করে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই এ উপজেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন তিনি। উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই দলের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, নিষ্ঠবান ও সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ তিনি। তাঁর মাঝে কোনো অহংকার নেই। কাজ করছেন নৌকার জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন উদার মনের সাদা মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের উর্দ্ধে একজন দক্ষ, পরিশ্রমী হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচন কালীন সময়ে সাধারণ জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। এ বিষয়ে রেজবী-উল-কবির জোমাদ্দার বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিত অফিস করেছি। করোনা পরিস্থিতিতে পরিবারের কথা না ভেবে উপজেলাবাসীর জন্য দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করেছি এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্বাবধানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছি। কিছু কিছু প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন রাস্তার উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করেছি। তিনি আরও বলেন, আমি বিগত পাঁচ বছর উন্নয়নের জন্য কাজ করেছি। কতটুকু সফল হয়েছে তার বিচারের ভার উপজেলাবাসীর ওপর। আমি আশাবাদী আসন্ন নির্বাচনে উন্নয়নের স্বার্থে ভোটাররা আবারও আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে বেছে নিবেন। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে তালতলী উপজেলায় ভোট হবে ৫ জুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com