শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::

বিশপের দশক সেরা ওয়ানডে দলে সাকিব

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ইয়ান বিশপ গত এক দশক থেকে সেরা ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন। তার একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এই ধারাভাষ্যকার এর সেরা একাদশে জায়গা পেয়েছেন , অষ্ট্রেলিয়া থেকে দু’জন। একজন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অন্যজন পেসার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার হয়ে আছেন এবি ডি ভিলিয়ার্স এবং ডেল স্টেইন।

এছাড়া একাদশে জায়গা করে নিয়েছেন ভারতের তিনজন। ওপেনার রোহিত শর্মা, বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে আছেন মহেন্দ্র সিং ধোনি। সেই সাথে নিউজিল্যান্ডের রস টেলর, আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাও জায়গা করে নিয়েছেন। একাদশে রাখেননি নিজের দলের কোনো ক্রিকেটারকে। নেই পাকিস্তান, ইংল্যান্ড, জিম্বাবুয়ের কোন ক্রিকেটারও।

বিশপের চোখে দশক সেরা ওয়ানডে দল :

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা, রশিদ খান।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com