বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, বিপদ মুসিবতে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। আল্লাহ মানুষকে সম্পদ দিয়েও পরীক্ষা করে থাকেন, সম্পদহীন করেও পরীক্ষা করেন। আমাদের সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভাধীন কাঠপট্টিতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে মঙ্গলবার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আগুনে পুড়ে আপনারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। আপনাদের কষ্টে আমরা ব্যথিত। আমরা সংগঠনের পক্ষ হতে আমিরে জামায়াতের নির্দেশে আপনাদের সমবেদনা ও যতটুকু সম্ভব সহযোগিতা করতে পারি তা করতে পাশে দাঁড়াতে এসেছি। এই দায়িত্ব সরকারের ও সমাজের বিত্তবানদের। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন হতে সাধ্য অনুয়ায়ী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায়দার পাশে দাঁড়িয়েছে। জামায়াত একটি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সে কল্যাণকর কাজে আমরা সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের টিম সদস্য মো. আবদুল জব্বার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির আ জ ম রুহুল কুদ্দুস। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দসহ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি আবদুল জব্বার ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণ করতে বলেন। তিনি বলেন, ঈমানদাররা কখনে হতাশ হয় না। তারা আল্লাহর ওপর ভরসা করে। তাহলে নিশ্চই আল্লাহ তা’য়ালা আমাদের ও আপনাদের ক্ষতি পুষিয়ে দেবেন। জামায়াত আপনাদের সহযোগিতার জন্য সাধ্য মাফিক সহযোগিতার হাত বাড়িয়েছে। জামায়াত মানবতার কল্যাণে কাজ করছে। আসুন আমরা সবাই এই কল্যাণমূলক কাজের পরস্পর সহযোগী হই। প্রেস বিজ্ঞপ্তি